ভারতের গোয়ার পানাজীতে আগামী ২০-২৮ নভেম্বর ২০১৬-এ অনুষ্ঠিত হতে যাচ্ছে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অব ইন্ডিয়ার (ইফ,ফি) ৪৭তম আসর। আর সেখানেই মনোনয়ন পেয়েছে বাংলাদেশ ও ভারতের সীমান্ত জনপদের সমস্যা নিয়ে নির্মিত ‘শঙ্খচিল’ চলচ্চিত্র। এতে অভিনয় করেছেন প্রসেনজিৎ, কুসুম শিকদার, সাঁঝবাতি, মামুনুর রশিদ, প্রিয়াংশু চ্যাটার্জি, দিপঙ্কর দে, রাজেশ সিন্দে প্রমুখ।
Read More News
CoinWan Latest Banlga Newspaper