ঐশ্বরিয়ার দাবি, আজ পর্যন্ত কোন ছবিতেই তিনি নায়কদের চুমু খাননি। ছবি ধরে ধরে সেই হিসেব দিয়েছেন নায়িকা। এ ব্যাপারে তিনি বলেন, ব্রাইড অ্যান্ড প্রেজুডিস-এ আমার একটা চুমু খাওয়ার দৃশ্য ছিল। আমি পরিচালককে বলি, শটটা এমন ভাবে নেওয়া হল যাতে মনে হয় আমরা চুমু খাচ্ছি! কিন্তু আদৌ ওসব কিছুই ঘটেনি।
ঐশ্বরিয়া আরও বলেন, লীনা যাদবের শব্দ ছবিতেও আমার চুমু খাওয়ার দৃশ্য ছিল। সেখানেও একই ভাবে শটটা ম্যানেজ করা হয়। আসলে আমার সব সময়েই এটা মাথায় থাকে যে লোকে এটা নিয়ে কী কী বলতে পারে! পাবলিক ফিগার বলে আমি এসব স্পর্শকাতর ব্যাপারে নিজের দায়িত্ব এড়িয়ে যেতে পারি না।
Read More News
‘ধুম ২’ করার সময়েও তিনি এই ব্যাপারে সচেতন ছিলেন। সেই জন্য নকল হলেও যাতে চুমু বলে চোখে না লাগে, সেই জন্য ব্যাপারটাকে একটা সংলাপের মধ্যে রাখা হয়েছিল। তবে ঐশ্বরিয়া এর মধ্যে ‘জোশ’ ছবিতে চন্দ্রচূড় সিংকে খাওয়া তার চুমু আর, ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’এ রণবীর কাপুরকে খাওয়া চুমু ব্যাপারে কিছুই বলেননি। এখন প্রশ্ন উঠছে ওগুলো কি তাহলে সত্যিই চুমু ছিল?
CoinWan Latest Banlga Newspaper