শুক্রবার রাজধানীর বনানী মডেল হাই স্কুলে গারোদের ঐতিহ্যবাহী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, সরকার নির্বিকার নই, ব্রাহ্মণবাড়িয়ার ঘটনায় যারা অপরাধ সংগঠিত করেছে, শাস্তি তাদের পেতেই হবে।
Read More News
ওবায়দুল কাদের বলেন, আপনারা নিজেদের মাইনরিটি ভাববেন না। বাংলাদেশে আপনাদেরও সমান অধিকার। হিন্দু, বৌদ্ধ, খ্রীস্টানসহ সকল ধর্মের লোকজন কেউ মেজরিটি, মাইনরিটি বলে সমান অধিকার পাচ্ছে না। সমান অধিকার পাচ্ছে এ দেশের নাগরিক হিসেবে। নিজেদের মাইনরিটি না ভেবে মাথা উচুঁ করে বাঁচবেন, মাথা নিচু করবেন না।
CoinWan Latest Banlga Newspaper