উত্তর মিয়ানমারের একটি জেড পাথরের খনিতে আকাশ থেকে একটি রহস্যময় ধাতব বস্তু ভেঙে পড়েছে। গত বৃহস্পতিবার ভেঙে পড়া চোঙ্গাকৃতির এই বস্তুটি প্রায় ১৫ ফুট লম্বা ও চার ফুট চওড়া। এ সময় খনির কাছেই একটি বাড়ির ছাদে আরেকটি ধাতব খণ্ড ভেঙে পড়ে। এটির গায়ে চীনা অক্ষর লেখা ছিল।
স্থানীয় বাসিন্দারা জানায়, আকাশ থেকে বস্তুগুলো ভেঙে পড়ার সময় বিকট শব্দ হয়। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
বিবিসির এক সংবাদদাতা বলেন, খনিতে যে ধ্বংসাবশেষ পাওয়া গেছে তা মহাকাশযান, বিমান বা ক্ষেপণাস্ত্রের অংশ।
Read More News
গত বুধবার রাতে চীনের জিউকুয়ান মহাকাশযান উৎক্ষেপণ কেন্দ্র থেকে ‘লং মার্চ ১১’ নামে একটি মহাকাশযান উৎক্ষেপণ করা হয়। আকাশ থেকে ভেঙে পড়া বস্তু দুটি ওই মহাকাশযানের ধ্বংসাবশেষ বলে ধারণা করা হচ্ছে। তবে এ সম্পর্কে এখনই সঠিকভাবে কিছু বলা যাবে না, জানিয়েছে মিয়ানমারের কাচিন রাজ্য সরকার।
CoinWan Latest Banlga Newspaper