প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নারীপ্রীতির কথা সবারই জানা। তবে তার স্বপ্নসুন্দরীর তালিকায় যে ব্রিটেনের প্রয়াত প্রিন্সেস ডায়ানাও ছিলেন সেটা অনেকেরই অজানা। এ একথা নিজেই জানিয়েছেন ট্রাম্প তার নিজের বই ‘দ্য আর্ট অফ কামিং ব্যাক’ বইটিতে।
Read More News
১৯৯৫ সালে ম্যানহাটনে একটি চ্যারিটি ডিনারে ডায়ানার সঙ্গে আলাপ হয়েছিল ট্রাম্পের। দেখা মাত্র ডায়নার প্রেমে পড়ে যান ট্রাম্প। বইতে তিনি লিখেছেন, ডায়ানা অপূর্ব সুন্দরী। একবার দেখলেই সকলের চোখ তার দিকে চলে যায়।
বইতে ট্রাম্প আরও লিখেছেন, ডায়ানার সঙ্গে আলাপ করে ডিনার করার অনুরোধ করি। এক মুহূর্তে বুঝে গেছিলাম, তিনিই আমার স্বপ্নসুন্দরী। কিন্তু ডায়না ট্রাম্পের স্ত্রী সহ ডিনারে আসার অনুরোধ করেন।
CoinWan Latest Banlga Newspaper