ডোনাল্ড ট্রাম্প নিজের বিলাসবহুল ট্রাম্প টাওয়ারেই থাকতে অভ্যস্ত। তবে কর্তব্যের খাতিরে তাকে তা ছেড়ে হোয়াইট হাউজে যেতে হবে ২০ জানুয়ারি থেকে। কিন্তু তার স্ত্রী মেলানিয়া তার সঙ্গে হোয়াইট হাউজে যাচ্ছেন না।
Read More News
মেলানিয়া এ সিদ্ধান্ত নিয়েছেন একমাত্র সন্তান ব্যারন ট্রাম্পের জন্য। নিউইয়র্কে অবস্থিত ট্রাম্প টাওয়ার থেকেই ব্যরনের স্কুলটি কাছে। তাই তিনি এখানেই থাকতে চান। সেমিস্টার শেষ হলে পুত্রসহ হোয়াইট হাউজে যাবেন তিনি।
CoinWan Latest Banlga Newspaper