বুধবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে জাতীয়তাবাদী কৃষক দল আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, যারা দুর্দিনে আপনাকে (খালেদা জিয়া) ফেলে যাবে না, তাদের হাত-পা দুর্বল করে দেবেন না। যারা সুবিধাবাদী তাদের কথা শুনলে ক্ষতি হবে। একটু সতর্ক থাকুন। জীবনে অনেক কিছু শেষ হয়ে গেছে।
গয়েশ্বর বলেন, দলে এমন কিছু রাজনীতিবিদ আছেন, যারা সরকারের সঙ্গেও যোগাযোগ করে আবার বিএনপিকেও খুশি রাখে। উভয় দলের সঙ্গে তাদের সম্পর্ক। এসব শুনি তবে কোনো তথ্য নেই।
Read More News
সুবিধা নিতে গিয়ে যারা ভাণ্ডার ভরছে তাদের ভাণ্ডার যাতে খালি না হয় তাই তারা দুই কূলই রক্ষা করছে। বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার উদ্দেশ্যে দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় এ কথা বলেছেন।
CoinWan Latest Banlga Newspaper