রক্ত পিপাসু নারীর সন্ধান পাওয়া গিয়েছে অস্ট্রেলিয়ায়। জর্জিনা কন্ডন নামের এক নারী নিজেকে দেবী বলে দাবি করে থাকেন। যখন তিনি থাকেন তার দৈবী সত্বায়, তখন তার নাম গডেস এসথার। যিনি নবজীবনের দেবী, যিনি কিনা নিজেই নিজের রক্ত পান করতেন।
Read More News
৩৯ বছর বয়সি জর্জিনা একেবারে তরুণী বয়স থেকেই নিজের রক্ত পান করে চলেছেন। জর্জিনা কন্ডন মনেকরেন রক্তপানের সঙ্গে নতুন জীবন লাভের একটা যোগাযোগ রয়েছে। খুব ছোটবেলা থেকেই তিনি রক্তাল্পতায় ভোগেন, ফলে নিজের রক্ত পান করে মানসিক শান্তি পান তিনি।
CoinWan Latest Banlga Newspaper