অস্ট্রেলিয়াতে সম্প্রতি পুরুষ ধর্ষণের আতঙ্ক বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে কিশোরদের ওপরে ধর্ষণের হার বেশি।কখনও মাদক ব্যবহার করে, আবার কখনও অস্ত্র দেখিয়ে রাতের অন্ধকারে রাস্তা থেকে তুলে নেওয়া হচ্ছে তাদের। তারপরে চলন্ত গাড়িতে করা হচ্ছে ধর্ষণ। গত সপ্তাহে এমনই একটি ধর্ষণের অভিযোগ দায়ের করা হয়েছে।পুলিশ জানিয়েছে, সিডনিতে রাতে জনহীন রাস্তা দিয়ে বাড়ি ফিরছিল একটি কিশোর। ৭ জন মেয়ে তার পিছু নেয়। তারপরে গলার সামনে ছুরি ধরে তাকে একটি পার্কে নিয়ে গিয়ে ধর্ষণ করে তাকে। সুযোগ পেয়েই ঘটনাস্থল থেকে পালিয়ে যায় ওই ছেলেটি। এরপর পুলিসের কাছে অভিযোগ করে।তবে কিশোরটি জানিয়েছে, অন্ধকার থাকায় মেয়েগুলির মুখ ঠিক করে দেখতে পায়নি সে। তবে অধিকাংশ মেয়ের বয়স ১৭ থেকে ২১-এর মধ্যে।
CoinWan Latest Banlga Newspaper