সুন্দর ঠোঁট সবার কাম্য। ঠোঁটের সৌন্দর্য নষ্ট হলে বিড়ম্বনাও কিছু কম নয়। ঠোঁটের সবচেয়ে বড় শত্রু শীতের আর্দ্রতা। অথচ কিছু ঘরোয়া উপায় অবলম্বন করেই শীত থেকে রক্ষা করতে আপনার ঠোঁটকে; করতে পারেন সুন্দর, আকর্ষণীয়। নিচে আপনাদের প্রয়োজনে এমন কিছু ঘরোয়া পদ্ধতিকে তুলে ধরা হলো
*লিপস্টিক লাগানোর আগে ঠোঁটে অল্প করে সান স্ক্রিন লাগিয়ে নিন। দিনে একবার ঠোঁটে দুধের সর লাগান।
*সারাদিনে তিন-চারবার করে কয়েক ফোঁটা গোলাপ জল ও সামান্য মধু মিশিয়ে মিশ্রণটি ঠোঁটে লাগান।
*রাতে শোবার আগে আমন্ড অয়েল মাখিয়ে রাখুন।
*সপ্তাহে একবার আধা চামচ চিনি ও কোল্ড ক্রিম একসঙ্গে মিশিয়ে ঠোঁটে মাখিয়ে রাখুন।
Read More News
*প্রতিদিন ক্লিনজিং মিল্ক দিয়ে ঠোট পরিষ্কার করুন।
*মাঝে মধ্যে ব্রাশ দিয়ে ঠোটটা ব্রাশ করে নিবেন। এতে মরা কোষ মরে যায়।
*ভিটামিন সি’র অভাবে ঠোটের কোনা ফেটে যায়। এর জন্য ভিটামিন সি যুক্ত খাবার খান ও চিকিত্সকের পরামর্শ নিন।
ঘরোয়া পদ্ধতিতে উপায়ে এগুলো রোজ মেনে চললে ঠোঁটের কালচে ভাব তো দূর হবে। কমদামি লিপস্টিক একদম নয়, দামি ব্রান্ডেড লিপস্টিক ব্যবহার করুন।
ঠোঁটই আপনার চেহারার সৌন্দর্যের প্রতিক, তাই নিয়মিত ঠোটের যত্ন নিন।
CoinWan Latest Banlga Newspaper