পাকিস্তান আন্তর্জাতিক এয়ারলাইন্সের নিখোঁজ প্লেনটি অ্যাটোটাবাদের হাভেলিয়ায় বিধ্বস্ত হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
৪০ জনের বেশি আরোহী নিয়ে পিকে-৬৬১ ফ্লাইটটি স্থানীয় সময় বিকেল সাড়ে ৩টার দিকে চিত্রল থেকে উড্ডয়ন করে। ফ্লাইটির ইসলামাবাদে বেনজির ভুট্টো বিমানবন্দরে অবতরণের নির্ধারিত সময় ছিল ৪টা ৪০ মিনিট।
এদিকে ফ্লাইটটি নিখোঁজের বিষয় নিশ্চিত করেছে এয়ারলাইন্স কর্তৃপক্ষ। ডেনিয়াল গিলানি নামে এয়ারলাইন্সের এক কর্মকর্তা টুইটে লেখেন, পিআইএ এটিআর-৪২ এয়ারক্র্যাফটির হঠাৎ অ্যাবোটাবাদে কন্ট্রোল রুমের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
Read More News
পাকিস্তানের প্রখ্যাত পপস্টার জুনায়েদ জামশেদ ওই ফ্লাইটের আরোহী ছিলেন বলে জানা গেছে। এরই মধ্যে ঘটনাস্থলের উদ্দেশে উদ্ধারকারী দল পাঠানো হয়েছে।
CoinWan Latest Banlga Newspaper