দক্ষিণখানের আশকোনায় আত্মঘাতী বোমায় নিহত নারীর মরদেহ, রবিবার ঢাকা মেডিকেল কলেজে ময়নাতদন্ত শেষ হয়েছে। সোমবার দুপুর পর্যন্ত তার লাশ নিতে কেউ আসেননি।
পুলিশের তথ্যমতে, ঢামেক মর্গে পড়ে থাকা ওই নারীর নাম শাকিরা। তিনি কথিত জঙ্গি সুমনের স্ত্রী। আগে ইকবাল নামে একজনের স্ত্রী ছিলেন। ইকবাল ৭ বছর আগে ক্যান্সারে মারা যান। এরপর সুমনের সঙ্গে সম্পর্ক করে জঙ্গিবাদে জড়িয়ে পড়েন শাকিরা।
মর্গ থেকে জানানো হয়, সোমবার দুপুর পর্যন্ত ওই নারীর লাশের খোঁজে কেউ আসেননি। সাধারণত অজ্ঞাত লাশ তিন-চার দিন পরিচয় শনাক্তের জন্য রেখে বেওয়ারিশ লাশ হিসেবে দাফন করা হয়। তবে জঙ্গিদের ক্ষেত্রে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে দুই-তিন মাস পর্যন্ত লাশ সংরক্ষণ করা হয়।
Read More News
সেক্ষেত্রে আঞ্জুমানে মফিদুল ইসলামের মাধ্যমে তাকে বেওয়ারিশ লাশ হিসেবে দাফন করা হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।একই ঘটনায় নিহত কিশোর আফিফ কাদেরির লাশের ময়নাতদন্ত সোমবার দুপুরে সম্পন্ন হয়েছে। সে আজিমপুরে নিহত তানভীর কাদেরীর ছেলে।
CoinWan Latest Banlga Newspaper