রোববার দুপুরে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় এক বাড়িতে বোমা বিস্ফোরণে আহত হয়েছেন দুই ব্যক্তি। পুলিশের দাবি, তারা আন্তজেলা ডাকাতদলের সদস্য।
আহতরা হলেন উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের বালিয়াডাঙ্গা গ্রামের ফজর আলী ও কালিকাপুর গ্রামের আবু ইসা। পুলিশ বলছে, আশঙ্কাজনক অবস্থায় তাঁদের প্রথমে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, উপজেলার রহিমপুর গ্রামের সাবেক ইউনিয়ন পরিষদ সদস্য জামাল উদ্দিনের বাড়িতে বসে তাঁরা বোমা তৈরি করছিলেন। এ সময় বিস্ফোরণে দুজনই গুরুতর আহত হন।
Read More News
ইসার এক হাতের কবজি উড়ে গেছে। অপরদিকে ফজর আলী দগ্ধ হয়ে অচেতন হয়ে পড়েছিলেন। তাঁদের সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা পুলিশের তালিকাভুক্ত ডাকাত।