কোস্টগার্ডের জন্য আনা দুইটি জাহাজের কমিশনিং অনুষ্ঠানে যোগ দিতে চট্টগ্রামে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বৃহস্পতিবার সকাল ১১টা ৩৫ মিনিটে প্রধানমন্ত্রীকে বহনকারী হেলিকপ্টার চট্টগ্রামে বিমানবাহিনীর জহুরুল হক ঘাঁটিতে অবতরণ করে।
কোস্টগার্ড সূত্রে জানা গেছে, জহুরুল ঘাঁটি থেকে প্রধানমন্ত্রী পতেঙ্গা বোট ক্লাবে যাবেন। সেখানে কিছুক্ষণ অবস্থানের পর বেলা পৌনে ১২টার দিকে কোস্টগার্ডের জন্য আনা জাহাজ সৈয়দ নজরুল এবং তাজউদ্দিন আহমেদের কমিশনিং অনুষ্ঠানে যাবেন প্রধানমন্ত্রী।
Read More News
দুপুর ২টা ৪০ মিনিটে আবারো বোট ক্লাবে ফিরে দুপুরের খাবার খাবেন প্রধানমন্ত্রী। বিকাল ৩টায় প্রধানমন্ত্রী জহুরুল হক ঘাঁটি থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেবেন।