আগামী রবিবার থেকে রাজধানীর গুলিস্তান ও এর আশপাশের এলাকার ফুটপাতে দিনের বেলায় কোন হকার বসতে পারবে না। বুধবার দুপুরে নগরভবনে হকার নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক শেষে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাঈদ খোকন এ কথা জানান।
দিনের বেলা বসতে না পারলেও সন্ধ্যা সাড়ে ছয়টার পর হকাররা গুলিস্তান এলাকায় বসতে পারবেন বলে জানিয়েছেন মেয়র।
Read More News
এছাড়া তালিকাভুক্ত হকাররা যদি আবেদন করেন তাহলে তাদের বিদেশ পাঠানোসহ বিকল্প কর্মসংস্থানে সহযোগিতা করা হবে বলেও জানিয়েছেন মেয়র।
CoinWan Latest Banlga Newspaper