এবার চীন সীমান্তে যে কোনও ধরনের হামলা আটকাতে শক্তিশালী সুরক্ষার ব্যবস্থা করছে ভারত। সিকিমে নতুন বাংকার তৈরি করছে ভারতীয় সেনারা। পুরনো বাংকার সরিয়ে এগুলি তৈরি করা হচ্ছে। গত দু’বছর ধরে ১০০০টিরও বেশি নতুন বাংকার তৈরি করা হয়েছে ভারতের পূর্ব ও উত্তর সিকিমে। চীন সীমান্ত সুরক্ষিত করতেই এই ব্যবস্থা।
CoinWan Latest Banlga Newspaper