মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হাঙ্গেরিয়ান সুন্দরী কাটা সার্কাকে নিজের বিজনেস কার্ড দিয়ে হোটেলকক্ষে যেতে বলেছিলেন। তখন ট্রাম্পকে চিনতেনও না সার্কা। এ অভিযোগ নিজেই করেছেন ওই সুন্দরী।
Read More News
অভিযোগটি গেল নির্বাচনকালীন সময়ে করলেও ফের এটি আলোচনায় উঠে এসেছে। ট্রাম্পের বিরুদ্ধে যাচাই বাছাইহীন একটি গোয়েন্দা রিপোর্টকে যেন প্রতিষ্ঠা করেছে এ অভিযোগ। রিপোর্টে বলা হয়েছে যে, ট্রাম্প মস্কোতে পতিতাদের সঙ্গে রাত কাটিয়েছেন। ওই অন্তরঙ্গ মুহূর্তের ফুটেজ রাশিয়ান গোয়েন্দাদের হস্তগত হয়েছে, যা ব্যবহার করে মার্কিন প্রেসিডেন্টকে ব্ল্যাকমেইল করতে পারে রাশিয়া। যদিও ৩৫ পৃষ্ঠার ওই গোয়েন্দা নথির বক্তব্য ট্রাম্প ও তার দল অস্বীকার করেছে। তবে এর সুবাদে ফের আলোচনায় এসেছে হাঙ্গেরিয়ান সুন্দরীর অভিযোগ।
CoinWan Latest Banlga Newspaper