রাজধানীর গুলশানে স্প্যানিশ রেস্তোরাঁ হলি আর্টিজান বেকারিতে হামলার অন্যতম ‘পরিকল্পনাকারী’ জাহাঙ্গীর আলম ওরফে রাজিব গান্ধীর আটদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
আজ শনিবার দুপুর ৩টায় ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে মামলার তদ্ন্ত কর্মকর্তা ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম (সিটি) ইউনিটের পরিদর্শক হুমায়ুন কবির রাজিব গান্ধীকে হাজির করে ১০ দিন রিমান্ডে নেওয়ার আবেদন করেন। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর হাকিম মাহমুদুল হাসান আটদিনের রিমান্ড মঞ্জুর করেন।
Read More News
আসামির পক্ষে আদালতে আজ কোনো আইনজীবী ছিলেন না। গতকাল শুক্রবার দিবাগত রাতে টাঙ্গাইল থেকে রাজিব গান্ধীকে গ্রেপ্তার করে।