অস্কারের মঞ্চেও বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। অস্কারের জন্য সাবেক এই বিশ্ব সুন্দরী এবার বেছে নিয়েছেন রালফ অ্যান্ড রুসো ফ্যাশন কোম্পানির ডিজাইন করা গাউন।
স্থানীয় সময় রবিবার রাতে লস এঞ্জেলেসের ডলবি ডিজিটাল হলে বসেছে অস্কারের আসর। এতে সাজগোজ, পোশাকে হলিউডি নায়িকাদের মধ্যেও নজর কেড়েছেন বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা। এদিন খোলা চুল, কানে পাথরের দুল আর হাতে ছিল পাথর বসানো রিস্টলেট।
Read More News
‘কোয়ান্টিকো’র হাত ধরেই হলিউডে অভিষেক প্রিয়াঙ্কার। মার্কিন এই টিভি ধারাবাহিকে গোয়েন্দা অ্যালেক্স পারিশের চরিত্রে অভিনয় করছেন তিনি। সামনেই মুক্তি পাবে তাঁর প্রথম হলিউডি ছবি ‘বেওয়াচ’। বিপরীতে জয়িন জনসন।
CoinWan Latest Banlga Newspaper