নারী নির্যাতনের মামলায় ক্রিকেটার আরাফাত সানির জামিন নামঞ্জুর করে দিয়েছেন আদালত। সেই সঙ্গে তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। জিজ্ঞাসাবাদের জন্য তাকে রিমান্ডে নেওয়ার যে আবেদন করা হয়েছিল সেই আবেদন খারিজ করা হয়েছে।
আজ রবিবার ঢাকার মহানগর হাকিম সরাফুজ্জামান আনসারী দুটি আবেদন নামঞ্জুর করেন।
এর আগে এই মামলার তদন্ত কর্মকর্তা সানিকে আদালতে হাজির করে গ্রেফতার দেখানোসহ ১০ দিন রিমান্ডে নেয়ার আবেদন করেন। ওই আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক রিমান্ড ও জামিনের আবেদন নাকচ করে দেন ও সানিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
Read More News
এদিকে তথ্যপ্রযুক্তি আইনে করা মামলায় ১৫ ফেব্রুয়ারি সানির জামিন শুনানি হওয়ার কথা রয়েছে। অন্যদিকে নারী নির্যাতনের মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২ মার্চ দিন ধার্য রয়েছে
CoinWan Latest Banlga Newspaper