অমর একুশে গ্রন্থ মেলায় প্রতি বছরের মতো এবারও সাপ্তাহিক এবং সরকারি ছুটির দিনগুলোতে শুধুমাত্র শিশুদের জন্য আয়োজন করা হয় শিশু প্রহরের। শুক্রবার সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত চলে এই আয়োজন।
অভিভাবকরা ছোট বেলা থেকেই শিশুদের মাঝে বই পড়ার অভ্যাস গড়ে তুলতে সন্তানদের নিয়ে এসেছেন বই মেলায়। তাই সকাল থেকেই শিশু- কিশোরদের পদচারণায় মুখরিত অমর একুশে গ্রন্থমেলা প্রাঙ্গণ।
সিসিমপুরের হালুম, টুকটুকি আর ইকরি-মিকরিকে নিয়ে মাতামাতি ছিল শিশু প্রহরে। তারা নানা রকম অঙ্গ ভঙ্গি, নাচ- গান আর মজা করে আনন্দে মুখর করে তোলে শিশুদের। মেলায় শিশুদের বই কেনার ঝোঁকও ছিল চোখে পড়ার মতো। ছুটির দিনগুলোতে বই মেলায় শিশুদের জন্য আলাদা এই আয়োজনকে ইতিবাচক হিসেবে দেখছেন অভিভাবকরা।
Read More News
একুশে বইমেলা মেলাকে ঘিরে দারুণ জমে উঠেছে লেখক-প্রকাশকদের ব্যস্ততা। সেই সাথে প্রিয় বন্ধু কিংবা লেখকের বই প্রকাশের খবর জানতে অনেকেই উন্মুখ। ক্ষুদেপাঠক মাহদীন আহসান, তার প্রিয় বিশিষ্ট কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলনের দেয়া উপহার ও ফটোসেশনে আনন্দিত।
শিশুদের জন্য এবার পাঁচটি নতুন বই লিখেছেন বিশিষ্ট কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলন। এছাড়াও এবারের বইমেলায় তার একাধিক নতুন উপন্যাস প্রকাশ হয়েছে।
পাঞ্জেরি থেকে শিশুতোষ গ্রন্থ ‘বুমার যত হাসির কাণ্ড’, ‘সব চরিত্র হাসির ও ভৌতিক’, ‘আদিগন্ত থেকে সাত কিশোরের অভিযান’, ‘একাত্তরের মোসলেম ডাকাত’, কথাপ্রকাশ থেকে শিশুতোষ গ্রন্থ ‘গা ছম ছম’ এবং উপন্যাস ‘মা মেয়ের উপাখ্যান’।
CoinWan Latest Banlga Newspaper