ভারতের কারগিল যুদ্ধে নিহত সেনাসদস্য ক্যাপ্টেন মানদিপ সিংয়ের মেয়ে গুরমেহের কাউর পড়ছেন দিল্লি বিশ্ববিদ্যালয়ে। সম্প্রতি তিনি ভারতের ক্ষমতাসীন রাজনৈতিক দল বিজেপির অঙ্গসংগঠন অখিল ভারত বিদ্যার্থী পরিষদের বিরুদ্ধে সরব হয়েছিলেন। জবারে গুরমেহেরকে ‘ধর্ষণের হুমকি’ দেওয়া হয়েছে।
রোববার একটি প্রতিবেদনে হিন্দুস্তান টাইমস এ তথ্য জানায়।
Read More News
ভারতীয় সংবাদমাধ্যমে বলেন, সামাজিক যোগাযোগের মাধ্যমে আমাকে অনেক হুমকি দেওয়া হচ্ছে। আমি মনে করি, এটা খুবই ভয়ংকর, যখন কেউ আপনাকে নাশকতা বা হত্যার হুমকি দেয়।
এভিবিপিকে উদ্দেশ করে গুরমেহের বলেন, জাতীয়তাবাদের নামে ধর্ষণের হুমকি দেওয়া ঠিক না।
CoinWan Latest Banlga Newspaper