স্থানীয় সময় মঙ্গলবার সকাল ৯টায় অস্ট্রেলিয়ার মেলবোর্ন শহরেরে একটি বিপণিবিতানে বিমান বিধ্বস্ত হয়ে পাঁচজন নিহত হয়েছেন।
বিমানটি মেলবোর্নের অ্যাসেনডন বিমানবন্দর থেকে উড়ে এসেছিল। দুর্ঘটনার সময় বিপণিবিতানটি বন্ধ ছিল। ছোট ওই বিমানটিতে পাঁচজন যাত্রী ছিলেন। ঘটনাস্থলেই তাঁরা নিহত হন।
Read More News
ভিক্টোরিয়া রাজ্য পুলিশের সহকারী কমিশনার স্টিফেন লিন বলেন, দুর্ঘটনায় বিমানের যাত্রী ছাড়া অন্য কারো কোনো ক্ষতি হয়নি।
CoinWan Latest Banlga Newspaper