দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলি সীমান্তে পুরুষ সদস্যের পাশাপাশি এবার নারী সদস্য মোতায়েন করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
প্রথম পর্যায়ে তাঁদের সীমান্তের হিলি চেকপোস্টে বাংলাদেশ ও ভারতের মধ্যে যাতায়াতকারী পাসপোর্টধারী নারী যাত্রীদের ব্যাগেজ তল্লাশি কার্যক্রমে নিযুক্ত করা হয়েছে। প্রতিদিন সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত এবং দুপুর ১টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত দুই শিফটে চারজন করে দায়িত্ব পালন করছেন নারী বিজিবি সদস্য।
সীমান্তের অন্য পয়েন্টে এখনো তাঁদের দায়িত্ব দেওয়া হয়নি। সদস্যসংখ্যা বৃদ্ধি পেলে পর্যায়ক্রমে পুরুষ সদস্যের পাশাপাশি তাঁরাও দায়িত্ব পালন করবেন।
Read More News
হিলি সীমান্তে মহিলা চোরাচালানি বা ঘরবাড়ি তল্লাশি চালানোর সময় নারী সদস্য না থাকায় সমস্যা হয়। বিষয়টি কর্তৃপক্ষ বুঝতে পেরে এখানে নারীদের দায়িত্ব দেওয়া হয়েছে। এখন থেকে কোনো অভিযান পরিচালনায় এ সমস্যা আর হবে না। কারণ চেকপোস্টে চারজন দায়িত্ব পালন করলেও ক্যাম্পে আরো নয়জনকে স্ট্যান্ডবাই রাখা থাকবে। তবে রাতে তাঁদের কোনো দায়িত্ব দেওয়া হবে না।
চেকপোস্টে দায়িত্ব পালনরত অবস্থায় কথা হয় বিজিবির নারী সদস্য নুরুন্নাহার, সামসুন নাহার, শাম্মী ও লাকীর সঙ্গে। তাঁরা জানান, তাঁরা গত ২২ ফেব্রুয়ারি থেকে চেকপোস্টে দায়িত্ব পালন করছেন। প্রশিক্ষণ শেষে তাঁরা জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়নে যোগ দেন। কর্তৃপক্ষ পরে তাঁদের হিলি সিপি ক্যাম্পে যোগ দেওয়ার নির্দেশ দেয়। এখন তাঁরা চারজন করে প্রতিদিন দায়িত্ব পালন করছেন। চেকপোস্ট দিয়ে বাংলাদেশ ও ভারতে যাতায়াত করা পাসপোর্টধারী নারী যাত্রীদের ব্যাগেজ তল্লাশি করাসহ পাসপোর্টের ছবি, নাম-ঠিকানা যাচাই করে রেজিস্টারে অ্যান্ট্রি করা হচ্ছে।
CoinWan Latest Banlga Newspaper