যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউসে অনুষ্ঠিত একটি সম্মেলনে সাংবাদিকদের প্রবেশে বাধা দেওয়া হয়েছে। স্থানীয় সময় শুক্রবার হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি শন স্পাইসার ওই সম্মেলনের আয়োজনের করেন।
হোয়াইট হাউসে ঢুকতে বাধা দেওয়া হয় সংবাদমাধ্যম সিএনএন, নিউ ইয়র্ক টাইমস, পলিটিকো, লস অ্যাঞ্জেলেস টাইমস ও বাজফিডের সাংবাদিকদের।
Read More News
শন স্পাইসারের ওই ব্রিফিং অন্যান্য দিনের মতো টেলিভিশনে দেখানোর কথা ছিল। তবে পরে সেখানে ক্যামেরা ব্যবহার নিষিদ্ধ করা হয়। ওই সাংবাদিকদের কেন প্রবেশ করতে দেওয়া হয়নি তা জানানো হয়নি হোয়াইট হাউসের পক্ষ থেকে। তবে রয়টার্সসহ আরো ১০টি সংবাদমাধ্যমের সাংবাদিকদের প্রেসিডেন্ট কার্যালয়ে প্রবেশের সুযোগ দেওয়া হয়।
শুক্রবারের ওই সম্মেলনের বিষয়ে শন স্পাইসার বলেন, প্রতিদিন ক্যামেরার সামনে সব কিছু করার দরকার নেই।
CoinWan Latest Banlga Newspaper