রাজধানীর খিলগাঁও থানার শেখের জায়গা এলাকায় মোটরসাইকেলে বিস্ফোরক নিয়ে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) তল্লাশি চৌকিতে হামলার চেষ্টার সময় গুলিতে নিহত ব্যক্তির ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। তাঁর শরীরে চারটি গুলি পাওয়া গেছে।
আজ শনিবার বিকেল সাড়ে ৩টায় ময়নাতদন্ত শুরু হয়ে সাড়ে ৪টায় শেষ হয়।
Read More News
ময়নাতদন্ত শেষে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ফরেনসিক বিভাগের বিভাগীয় প্রধান ডা. সোহেল মাহমুদ সাংবাদিকদের বলেন, মৃত ব্যক্তির বুকে তিনটি ও ডান পায়ের রানে একটি গুলি পাওয়া গেছে। গুলির কারণেই তাঁর মৃত্যু হয়েছে। ওই ব্যক্তির ডিএনএ ও ভিসেরা সংগ্রহ করা হয়েছে। সেগুলো পরীক্ষার জন্য পাঠানো হবে।
CoinWan Latest Banlga Newspaper