ফের বড়পর্দায় আসছেন শ্রীদেবী। ছবি নাম ‘মা’। তবে পোস্টারে এই শব্দটি বিভিন্ন ভাষায় লেখা রয়েছে।
রবি উপাধ্যায়ের পরিচালনায় ছবিতে অভিনয় করেছেন নওয়াজ উদ্দিন সিদ্দিকি, অক্ষয় খান্না, অভিমন্যু সিং, বিকাশ বর্মা। ছবির মিউজিক দিয়েছেন এ আর রহমান। পাকিস্তানের দুই শিশু শিল্পী আদনান সিদ্দিকি এবং সজল এলি শ্রীদেবীর দুই ছেলের ভূমিকায় অভিনয় করেছে।
Read More News
‘ইংলিশ–ভিংলিশ’ ছবির পর এটি শ্রীদেবীর দ্বিতীয় কামব্যাক ছবি। ২০১২ সালে ‘ইংলিশ–ভিংলিশ’ ছবিটি বক্স অফিসে তেমন হিট না করলেও প্রশংসা কুড়িয়েছিল। তারপরে দীর্ঘদিন ক্যামেরার আড়ালে ছিলেন তিনি।
CoinWan Latest Banlga Newspaper