ঢাকায় র্যাবের হাতে গ্রেপ্তার জেএমবি সদস্যের তামিম দ্বারী সাতক্ষীরার গৌরাঙ্গ মণ্ডল।
তাঁর বাড়ি সাতক্ষীরার আশাশুনি উপজেলার উপজেলার দরগাহপুর ইউনিয়নের খরিয়াটি গ্রামে। তবে বাড়ির সঙ্গে দীর্ঘদিন ধরে গৌরাঙ্গ মণ্ডলের কোনো যোগাযোগ নেই।
তামিম দ্বারী ওরফে গৌরাঙ্গ মণ্ডলের বাবার নাম চৈতন্য মণ্ডল। আর মায়ের নাম রেনুকা মণ্ডল। শংকর মণ্ডল নামের তাঁর এক ভাই রয়েছেন।
গতকাল শুক্রবার ঢাকায় র্যাবের হাতে দুই সহযোগীসহ গ্রেপ্তার হন তামিম দ্বারী।
দরগাহপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ মিরাজ আলী জানান, গৌরাঙ্গর পরিবার খুবই গরিব। তাঁর মা ও ভাই মাঠেঘাটে কামলা খাটে। মেধাবী ছাত্র গৌরাঙ্গ খরিয়াটি হাইস্কুল থেকে এসএসসি পাস করার পর খুলনার একটি কলেজ থেকে এইচএসসি পাস করেন। পরে তিনি সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কিছুদিন লেখাপড়ার পর চট্টগ্রাম মেরিন একাডেমিতে লেখাপড়া করতেন। এ সময়ের মধ্যে গৌরাঙ্গ ইসলাম ধর্ম গ্রহণ করে তামিম দ্বারী ধারণ করেন। পরে পরিবারের আপত্তির মুখে বাড়ির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেন গৌরাঙ্গ।
Read More News
ইউপি চেয়ারম্যান মিরাজ আলী আরো জানান, ১৪ থেকে ১৫ বছরের মধ্যে গৌরাঙ্গ নিজ এলাকায় বেশ কয়েকবার এসেছিলেন তাবলিগ জামাতের কাফেলা নিয়ে। তবে তিনি বাড়িতে যাননি। এর পর থেকে এলাকাবাসী তাঁর সম্পর্কে আর কোনো খোঁজখবরও রাখেনি বলে জানান তিনি। জঙ্গি হয়ে ওঠার বিষয়টিও তাঁর পরিবার ও এলাকার লোকজন জানতেন না। র্যাবের হাতে গ্রেপ্তার হওয়ার পর সংবাদপত্রে ছবি দেখে গৌরাঙ্গকে শনাক্ত করা হয়।
CoinWan Latest Banlga Newspaper