উত্তেজনা বাড়ছে যুক্তরাষ্ট্র এবং উত্তর কোরিয়ার মধ্যে। আর এই কারণে দক্ষিণ কোরিয়ার সঙ্গে ক্রমশ শক্তি বাড়াচ্ছে দেশটি।
দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রী জানান, দেশটিতে নিয়মিত মার্কিন কৌশলগত সম্পদ মোতায়েনের বিষয়ে তাদের সঙ্গে আমেরিকার চুক্তি হয়েছে। উত্তর কোরিয়ার হুমকি মোকাবেলার অংশ হিসেবে এই চুক্তি করার কথা উল্লেখ করা হয়। ‘কৌশলগত সম্পদ’ বলতে পরমাণু বোমা বহনে সক্ষম মার্কিন বি-৫২, বি-২, এবং বি-১বি বোমারু বিমান, এফ-৩৫ যুদ্ধবিমান এবং দক্ষিণ কোরিয়া, জাপান এবং গুয়ামের মার্কিন ঘাঁটিতে মোতায়েন বিমানবাহী রণতরিকে বুঝানো হয়।
ওয়াশিংটনে অনুষ্ঠিত দেশ দু’টির দ্বিবার্ষিক প্রতিরক্ষা সংলাপ বা কেআইডিডি সম্পর্কে মিডিয়া ব্রিফিং দেওয়ার সময়ে এই ঘোষণা দেওয়া হয়।
Read More News
এছাড়া, সিউল এবং ওয়াশিংটন এই সময়ে দাবি করে, নিছক প্রতিরক্ষার প্রয়োজনেই অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ‘থাড’ দক্ষিণ কোরিয়ায় মোতায়েন করা হয়েছে। অবশ্য ‘থাড’ মোতায়েনের বিরোধিতা করে চীনের পররাষ্ট্রমন্ত্রীর মুখপাত্র গেং শুয়াং বলেছেন, এতে আঞ্চলিক কৌশলগত ভারসাম্য বিনষ্ট হবে।
CoinWan Latest Banlga Newspaper