জঙ্গিদের ভয়ানক পরিকল্পনা নস্যাৎ করে দিয়েছে দেশটির পুলিশ বাহিনী স্কটল্যান্ড ইয়ার্ড। জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে দু’টি জঙ্গি হামলার ছক বানচাল করেছে তারা। ওই ঘটনায় গ্রেফতার করা হয়েছে ৬ সন্দেহভাজন জঙ্গিকে। এছাড়া হামলাকারী এক তরুণী গুলিবিদ্ধ হয়েছেন।
Read More News
শুক্রবার দুপুরে লন্ডনের পার্লামেন্ট স্কোয়ারে ছুরি নিয়ে ধরা পড়ে এক সন্দেহভাজন জঙ্গি। তার নাম খালিদ ওমর আলি বলে জানা গেছে। ধৃত জঙ্গির মূল উদ্দেশ্য ছিল ব্রিটিশ পার্লামেন্টে হামলা চালানো। এরপর গোয়েন্দাদের দেওয়া গোপন খবরে উপর ভিত্তি করে শুক্রবার সন্ধে সাতটা নাগাদ উত্তর-পশ্চিম লন্ডনের একটি বাড়িতে অভিযান চালায় লন্ডন পুলিশের সশস্ত্র বাহিনী। গ্রেফতার করা হয় ৫ জনকে। ধৃতদের মধ্যে বছর ১৬-র এক নাবালক রয়েছে। বাকি এক তরুণ ও তরুণীর বয়স কুড়ির কোঠায়। আরও একটি অভিযানে কেন্টের একটি বাড়ি থেকে গ্রেফতার করা হয় ৪৩ বছরের এক মহিলাকে। ধৃত ৬ জন একই হামলার পরিকল্পনায় জড়িত ছিল বলে পুলিশের দাবি।
ধৃত জঙ্গিরা আন্তর্জাতিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) সদস্য বলে মনে করা হচ্ছে। তবে এ নিয়ে এখনো কোনও বিবৃতি দেয়নি প্রশাসন।
CoinWan Latest Banlga Newspaper