অস্ট্রেলিয়া উত্তর কোরিয়াকে প্রকাশ্যে হুমকি দিল। পিয়ংইয়ংকে হুমকি দিয়ে দেশটির প্রধানমন্ত্রী ম্যালকম টার্ণবুলও বলেন, উত্তর কোরিয়ার দুঃসাহসী এবং বিপজ্জনক পদক্ষেপকে মেনে নেওয়া হবে না। তিনি পিয়ংইয়ং-এর ওপর অর্থনৈতিক চাপ প্রয়োগে চীনকে আহ্বান জানান বলে জানা যায়।
Read More News
এদিকে, উত্তর কোরিয়ারও স্পষ্ট বার্তা, অস্ট্রেলিয়া যদি উত্তর কোরিয়াকে কোণঠাসা করার প্রচেষ্টা করে তাহলে অস্ট্রেলিয়াও উত্তর কোরিয়ার পরমাণু হামলার তালিকায় চলে আসবে।
CoinWan Latest Banlga Newspaper