বিশ্ব আনবিক শক্তির ৬০ বছর পূর্তির অনুষ্ঠানে যোগ দিতে সোমবার দুপুর তিনটায় ভিয়েনা পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এর পর সন্ধ্যা ৬টায় গ্রান্ড হোটেল বল রুমে অস্ট্রিয়া আওয়ামী লীগের দেওয়া গণসংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন শেখ হাসিনা।
সংবর্ধনা অনুষ্ঠানে ঘূর্ণিঝড় মোকাবেলায় সব প্রস্ততি গ্রহণের কথা জানান শেখ হাসিনা। তিনি বলেন, “১০ নম্বর সিগন্যাল দিয়েছে, আমরা অনবরত খবর রাখছি। সব মানুষকে শেল্টারে নেওয়া হয়েছে।
Read More News
সংবর্ধনা অনুষ্ঠানে অস্ট্রিয়া আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ নাসিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাইফুল কবিরের পরিচালনায় বক্তব্য রাখেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ইয়াফেস ওসমান, সর্ব ইউরোপ আওয়ামী লীগের সভাপতি অনীল দাসগুপ্ত, সাধারণ সম্পাদক এম এ গনি, যুগ্ম সাধারণ সম্পাদক এম নজরুল ইসলাম, যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান মোহাম্মদ শরীফ।
এ ছাড়াও ইতালী, জার্মান, ফ্রান্স, বেলজিয়াম, পর্তুগার্ল, সুইডেন, সুইজ্যারল্যাণ্ড, ডেনমার্ক, গ্রীস, ফ্রিনল্যান্ড, স্পেন আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদক সহ জার্মান যুবলীগ ছাত্রলীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
CoinWan Latest Banlga Newspaper