বাহুবলি-দ্য কনক্লুশন সিনেমায় বাহুবলি ও দেবসেনার রসায়ন দেখে মুগ্ধ দর্শক। সুপারহিট জুটি প্রভাস-আনুশকা। ফের জুটিবদ্ধ হতে চলেছেন তারা। প্রভাসের পরবর্তী সিনেমা সাহো। এ সিনেমাতেই প্রভাসের বিপরীতে আনুশকাকে দেখা যাবে।
প্রভাস-আনুশকা জুটির সফলতা দেখে পরিচালক-প্রযোজকরা তাদের দিকেই ঝুঁকছেন বলে জানিয়েছে ভারতীয় কয়েকটি সংবাদমাধ্যম।
Read More News
জানা গেছে, প্রভাসের সাহো সিনেমায় অভিনয়ের জন্য আনুশকা শেঠির সঙ্গে কথা বলেছেন নির্মাতারা। প্রাথমিকভাবে তারা বলিউডের কাউকে নায়িকা চরিত্রে নেয়ার চিন্তা করেছিলেন। এজন্য ক্যাটরিনা কাইফ, শ্রদ্ধা কাপুর ও দিশা পাটানির নামও শোনা যায়। কিন্তু শেষ পর্যন্ত তাদের কাউকেই নেয়া হচ্ছে না। আনুশকা-প্রভাস জুটিকেই ফের পর্দায় হাজির করতে চাইছেন নির্মাতারা।
CoinWan Latest Banlga Newspaper