ধর্ষণের অভিযোগে গ্রেফতার চলচ্চিত্র অভিনেতা তানভীর তনুর রিমান্ড আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। এক তরুণীর (২৫) অভিযোগের প্রেক্ষিতে শুক্রবার রাতে রাজধানীর রূপনগর আবাসিক এলাকার ৯ নং রোডের বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।
পরে শনিবার তাকে ঢাকা মুখ্য মহানগর হাকিম (সিএমএম) আদালতে হাজির করে মামলার সুষ্ঠু তদন্তের জন্য পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন মামলা তদন্ত কর্মকর্তা রূপনগর থানার পরিদর্শক (তদন্ত) মোজাম্মেল হক। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম সরাফুজ্জামান আনছারী তার রিমান্ড আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
Read More News
এ ব্যাপারে রূপনগর থানার ওসি শহিদুল আলম জানান, ফেসবুকে পরিচয়ের সূত্র ধরে ওই তরুণীকে মালয়েশিয়া পাঠানোর প্রস্তাব দেয় তানভীর তনু। গত ৬ মে সাক্ষাতের কথা বলে বাসায় ডেকে তনু ধর্ষণ করে বলে মামলায় এজাহারে উল্লেখ করেছেন ওই তরুণী।
CoinWan Latest Banlga Newspaper