হঠাৎ ভাইরাল হয়েছে শাহরুখ ও তার মেয়ে সুহানার ছবি। এই প্রথম একসঙ্গে দেখা গেল দুজনকে। মা গৌরী খানের রেস্তোরাঁ চালু উপলক্ষ্যেই তাদের একসাথে দেখা গেছে।
এই প্রথম বাবার হাত ধরে পার্টিতে যান সুহানা। ১৭ বছরের সুহানা অরেঞ্জ শর্ট ড্রেসে এক গাড়িতে চড়ে বাবার সঙ্গে সেখানে যান। ব্যস, ক্যামেরাম্যানদের একের পর এক ফ্ল্যাশ দু’জনের ওপর। এসময় সুহানাকে নিয়ে কিছুটা পোজ দেন শাহরুখ। মা গৌরী খানের রেস্তোরাঁ চালুতে এই দৃশ্যই যেন সেরা।
Read More News
বান্দ্রার বুকে এই রেস্তোরাঁর ইন্টেরিয়র ডিজাইনিং এর দায়িত্বে গৌরী খান। রেস্তোরাঁ উদ্বোধনে বলিউড তারকাদের মেলাও বসে। একসঙ্গে সেখানে যান আলিয়া-সিদ্ধার্থ। এরপর আলোচনা শুরু হয় মালাইকা ও অর্জুনের পর পর উপস্থিতি নিয়ে। এছাড়া সেখানে যান সুশান্ত, কৃতি, জ্য়াকলিন, অনীল কাপুরসহ শাহরুখ বন্ধু ফারহা খান। কেউ ডিজাইনার পোশাকে, কেউ বা এই গ্র্যান্ড অনুষ্ঠানের জন্য বেছে নিয়েছিলেন ক্যাজুয়াল লুক।
CoinWan Latest Banlga Newspaper