সোমালিয়ার রাজধানী মুগাদিসুর একটি রেস্তোরাঁর সামনে বোমা বিস্ফোরণে বিদেশি নাগরিকসহ কমপক্ষে ১৭ জন নিহত হয়েছে। বন্দুকধারীদের হাতে বন্দি রয়েছে আরো বেশকিছু মানুষ। স্থানীয় পুলিশ সূত্র এ তথ্য জানায়।
স্থানীয় সময় বুধবার রাতে ওই রেস্তোরাঁর সামনে বিস্ফোরণের ঘটনা ঘটে এবং রেস্তোরাঁয় আগুন ধরে যায়।
সোমালিয়ার স্থানীয় জঙ্গি সংগঠন আল-শাবাব অভিজাত ‘পশ ট্রিটস’ নামে রেস্তোরাঁয় হামলার দায় স্বীকার করেছে। তাদের মূল লক্ষই ছিল পিৎজা হাউসটি।
Read More News
নিরপত্তা বাহিনীর সদস্য ক্যাপ্টেন মোহাম্মদ হুসেইন জানান, ঘটনাস্থলেই গুলিতে দুই বন্দুকধারী নিহত হয়েছেন। উদ্ধার করা হয়েছে ১০ বন্দিকে। তবে হামলাকারীরা বিদ্যুতের লাইন কেটে দিলে উদ্ধার তৎপরতায় জটিলতা সৃষ্টি হয়।
মোহাম্মদ হুসেইন আরো জানান, হামলায় নিহতরা অধিকাংশই তরুণ। তারা সেখানে পিৎজা খেতে গিয়েছিল। ঠিক তখনই গাড়িটিতে বিস্ফোরণের ঘটনা ঘটে।
একজন অ্যাম্বুলেন্স চালক জানান, বৃহস্পতিবার সকালে তিনি ১৭ মৃতদেহ এবং ২৬ জন আহতকে বহন করেছেন। পুলিশ জানিয়েছে এর মধ্যে একজন সিরিয়ার নাগরিকও রয়েছে।
একজন প্রত্যক্ষদর্শী সংবাদমাধ্যম এপিকে জানায়, বন্দুকধারীরা সামরিক পোশাক পরা ছিল। তারা সবাইকে রেস্তোরাঁর ভেতরে যেতে বাধ্য করে।
হুসেইন আরো জানান, নিরাপত্তাবাহিনী ওই রেস্তোরাঁয় কর্মরত অনেককেই উদ্ধার করেছে। এদের অনেকেই বিদেশি নাগরিক।
সোমালিয়াভিত্তিক জঙ্গি সংগঠন আল-শাবাব এর আগেও মোগাদিসুর অভিজাত হোটেল, সেনাবাহিনীর তল্লাশি চৌকি, প্রেসিডেন্টের বাসভবনসহ গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা করেছিল।
CoinWan Latest Banlga Newspaper