দেশের অভ্যন্তরীণ রুটে বিমান ভ্রমণে যাত্রীদের ছবিযুক্ত পরিচয়পত্র লাগবে। যা বিমানে ওঠার আগে দেখাতে হবে। বুধবার সিভিল এভিয়েশন অথোরিটি এ সিদ্ধান্তের কথা জানায়।
সিভিল এভিয়েশন অথোরিটি বাংলাদেশের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এহসানুল গণি চৌধুরী সই করা এ বিষয়ক একটি বিজ্ঞপ্তিও প্রকাশ করা হয়।
এতে বলা হয়, বাংলাদেশের ভেতর যেকোনো অভ্যন্তরীণ ফ্লাইটে ভ্রমণের জন্য বোর্ডিং পাস পেতে জাতীয় পরিচয়পত্র বা অন্য যেকোনো ফটোআইডির কপি জমা দিতে হবে। তবে যাদের বয়স ১৮ বছরের নিচে তাদের ক্ষেত্রে অন্য যেকোনো ফটোআইডি কার্ড জমা দিতে হবে।
এছাড়া প্রাপ্তবয়স্কদের কারো কাছে জাতীয় পরিচয়পত্র না থাকলে সেক্ষেত্রে তারা পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, শিক্ষাপ্রতিষ্ঠানের আইডি বা কোনো সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের আইডি কার্ডের কপি জমা দিতে পারবেন।
Read More News
পরে চেক ইন কাউন্টারে যাত্রীর টিকিটে উল্লিখিত নামের সঙ্গে পরিচয়পত্র মিলিয়ে বোর্ডিং কার্ড ইস্যু করা হবে।
CoinWan Latest Banlga Newspaper