কবি ও কলামিস্ট ফরহাদ মজহারের সন্ধানে খুলনায় একটি এলাকা ঘিরে অভিযান চালাচ্ছেন র্যাব ৬-এর সদস্যরা।
খুলনায় র্যাব ৬-এর অধিনায়ক জানান, নগরীর শিববাড়ী মোবাইল টাওয়ারে ফরহাদ মজহার সর্বশেষ কথা বলেছেন বলে তাঁরা নিশ্চিত হয়েছেন। এ কারণে কেডিএ সংযোগ সড়কে তল্লাশি চৌকি বসিয়ে সব যানবাহন তল্লাশি চালাচ্ছেন। একই সঙ্গে বেশ কয়েকটি বাড়ি ঘিরে রাখা হয়েছে।
র্যাব কর্মকর্তা আরো জানান, ফরহাদ মজহারের যে নম্বর দিয়ে তাঁর পরিবারের সঙ্গে কথা বলেছেন বর্তমানে তা বন্ধ রয়েছে। অভিযান এখনো চলছে।
Read More News
কবি ও কলামিস্ট ফরহাদ মজহার নিখোঁজ হয়েছে জানিয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তাঁর স্ত্রী মানবাধিকার কর্মী ফরিদা আখতার। আজ সোমবার বিকেলে রাজধানীর আদাবর থানায় এই জিডি করা হয়।