রবিবার বিকেলে নিউজ টোয়েন্টিফোরে সরাসরি সাক্ষাৎকারে হাজির হন শাকিব খান। দীর্ঘ সাক্ষাৎকারের এক পর্যায়ে তাকে প্রশ্ন করা হয় ‘আপনার পছন্দের নায়িকা কে?’ জবাবে তিনি বলেন। ঢালিউডের কোনো নায়িকার নাম বলে নিজেকে বিতর্কে জড়াতে চান না বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা শাকিব খান।
এ সময় উপস্থাপিকা অনেক চেষ্টা করেও তার মুখ থেকে কোনো নায়িকার নাম বের করতে পারেননি। পরে নায়িকা বুবলিকে নিয়ে তাকে একটি প্রশ্ন করা হয়। তখন শাকিব খান বলেন, তার (বুবলি) মতো দক্ষতাসম্পন্ন অভিনেত্রীদের চলচ্চিত্রে আরও বেশি করে আসা উচিত। এতে বাংলা চলচ্চিত্রের প্রতি মানুষের আগ্রহ বাড়বে।
Read More News
আরেক প্রশ্নের জবাবে শাকিব খান বলেন, মূলত অপু ম্যাডামের কল্যাণেই তার নামের সঙ্গে জড়িয়ে বুবলিকে নিয়ে এই গুঞ্জন।
যৌথ প্রযোজনার ছবি ‘বস টু’ ও ‘নবাব’ নিয়ে উত্তাল চলচ্চিত্রাঙ্গন তখন সাম্প্রতিক চলচ্চিত্রের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন তিনি।
CoinWan Latest Banlga Newspaper