বয়সসীমা বৃদ্ধি ও গাড়িতে পতাকা চান ‘সচিবরা’

বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে কর্মরত সচিবরা তাঁদের ব্যবহৃত গাড়িতে পতাকা চান। একই সঙ্গে অবসরগ্রহণের বয়সসীমাও বাড়ানোর দাবি জানিয়েছেন তাঁরা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে সচিবরা এ দাবি করেছেন।

প্রধানমন্ত্রী বয়সসীমা বাড়ানোর প্রস্তাব নাকচ করে দিলেও পতাকার বিষয়ে কোনো সিদ্ধান্ত দেননি।

আজ রোববার সচিবালয়ে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে কর্মরত সচিবদের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠকের বিষয়ে সচিবদের ‘গ্রাউন্ড ওয়ার্ক’ করে আসার জন্য মন্ত্রিপরিষদ বিভাগ থেকে বেশ আগেই চিঠি দেওয়া হয়েছিল।

আজকের বৈঠকে সচিবদের বেশ কিছু নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। সচিবদের পক্ষ থেকেও কিছু দাবি দাওয়া পেশ করা হয়।

সচিবদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী একটি লিখিত বক্তব্য পাঠ করেছেন। এর বাইরেও বেশ কিছু নির্দেশনা দিয়েছেন। এগুলোর মধ্যে রয়েছে, মন্ত্রণালয় ও বিভাগে যেসব শূন্য পদ রয়েছে তা পূরণের ব্যবস্থা করা। দপ্তরভিত্তিক কাজে গতি আনা।

সচিবদের পক্ষ থেকে অবসরের বয়সসীমা বাড়ানো, অবসরকালীন ভাতা বৃদ্ধি ও গাড়িতে পতাকা ব্যবহারের অনুমতি প্রদানসহ কয়েকটি দাবি তুলে ধরা হয়।
Read More News

কর্মকর্তা-কর্মচারীদের মতো সচিবদের অবসরের বয়সসীমা একই থাকলে প্রশাসনের উপরের দিকে অভিজ্ঞতার ঘাটতি তৈরি হয়। এ কারণেই একজন সচিবের অবসরের বয়সসীমা ৬২ করার প্রস্তাব করা হয়েছে। এতে দক্ষ প্রশাসন তৈরি হবে।

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ ও আপিল বিভাগের বিচারপতিরা তাঁদের ব্যবহৃত গাড়িতে সুপ্রিম কোর্টের লোগো সংবলিত পতাকা ব্যবহার করেন। এ ছাড়া আরো কিছু প্রতিষ্ঠানের প্রধানরা নিজ নিজ লোগো সংবলিত পতাকা ব্যবহার করেন। এ কারণেই সচিবদের জন্য তাঁদের ব্যবহৃত গাড়িতে পতাকা ব্যবহারের প্রস্তাব করা হয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *