গাজীপুর সিটি করপোরেশনের মেয়র এম এ মান্নানকে সাময়িক বরখাস্তের আদেশ তিন মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। একই সঙ্গে বরখাস্তের আদেশ কেন বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করা হয়েছে।
এ আদেশের ফলে এম এ মান্নানের দায়িত্ব পালনে বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবী মাহবুব উদ্দিন খোকন।
আজ রোববার বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি মো. আতাউর রহমান খানের বেঞ্চ এ আদেশ দেন। এ নিয়ে এম এ মান্নানের বরখাস্ত করার আদেশ তিনবার স্থগিত করা হলো।
Read More News
এর আগে সকালে মেয়র মান্নানকে বরখাস্তের বৈধতা চ্যালেঞ্জ করে তিনি হাইকোর্টে রিট করেন। মেয়র মান্নানের পক্ষে আইনজীবী আবু হানিফ হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিট জমা দেন।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) এক মামলায় এম এ মান্নানের বিরুদ্ধে অভিযোগপত্র আদালতে গ্রহণের পর গত বৃহস্পতিবার স্থানীয় সরকার বিভাগের এক প্রজ্ঞাপনে এম এ মান্নানকে মেয়র পদ থেকে সাময়িক বরখাস্ত করা হয়।