নারী নির্যাতনের মামলায় আগামী ১০ দিনের মধ্যে স্ত্রী নাসরিনের সঙ্গে সমঝোতা করতে জাতীয় দলের ক্রিকেটার আরাফাত সানিকে নির্দেশ দিয়েছেন আদালত। অন্যথায় আইন অনুযায়ী তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
আজ বৃহস্পতিবার ঢাকার মহানগর দায়রা জজ আদালতের বিচারক এস এম কামরুল হোসেন মোল্লা এ নির্দেশ দেন।
এর আগে আজ পর্যন্ত জামিনে ছিলেন সানি। মেয়াদ শেষে তাঁর আইনজীবী আবার জামিনের মেয়াদ বাড়ানোর আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক জামিনের মেয়াদ ১৭ জুলাই পর্যন্ত বাড়ান এবং সানিকে সমঝোতার নির্দেশ দেন।
Read More News
গত ৯ মার্চ ঢাকার মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা নারী নির্যাতনের মামলায় সানিকে এক মাসের অন্তর্বর্তীকালীন জামিন দেন। সে জামিনের মেয়াদ আজ শেষ হয়। এ জন্য সানির পক্ষে আদালতে জামিনের মেয়াদ বাড়ানোর আবেদন করা হয়েছে।
CoinWan Latest Banlga Newspaper