নিম্ন আদালতের বিচারকদের চাকরির শৃঙ্খলা-সংক্রান্ত নতুন বিধিমালার যে খসড়া আইন মন্ত্রণালয় দিয়েছে, তা সুপ্রিম কোর্টের সুপারিশ অনুসারে হয়নি বলে ক্ষোভ প্রকাশ করেছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা।
আজ রোববার এ বিষয়ে শুনানির সময় রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেলকে উদ্দেশ করে প্রধান বিচারপতি বলেন, এখানে (খসড়ায়) বলা হলো, কারো বিরুদ্ধে অভিযোগ উঠলে তিনি মন্ত্রণালয়ে সংযুক্ত হবেন। তাহলে হাইকোর্টের কিছু থাকল না, সব মন্ত্রণালয়ের। ১৮৬১ সালে কলকাতা হাইকোর্ট হয়েছে। তখন থেকে হাইকোর্ট বিভাগের বিচারকরা নিম্ন আদালত পরিদর্শন করেন। এ ব্যবস্থা চলে আসছে। হাইকোর্ট কেন রাখবেন? হাইকোর্ট উঠিয়ে দেন।
আদালত আরো বলেন, আমরা খুব খুশি হয়েছিলাম আইনমন্ত্রী এসেছেন, খসড়া দিয়ে গেছেন। তখন খুলে দেখিনি। প্রেসে বক্তব্য দিয়েছেন, হয়ে গেছে। কিন্তু কী রকম হলো? এটি তার সম্পূর্ণ উল্টো। এভাবে চলতে পারে না।
Read More News
সকালে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এস কে) সিনহার নেতৃত্বাধীন ছয় সদস্যের আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ এ বিষয়ে শুনানিকালে এসব কথা বলেন। একই সঙ্গে এ বিষয়ে আদেশের জন্য পরবর্তী এই দিন ধার্য করেন।
কয়েক মাস ধরে ধারাবাহিকভাবে সময় নেওয়ার পর গত বৃহস্পতিবার আইনমন্ত্রী আনিসুল হক প্রধান বিচারপতির কাছে এ-সংক্রান্ত খসড়া হস্তান্তর করেন। আজ তার ওপর শুনানি হয়।