গাবতলী গরুর হাটে প্রধান ফটক দিয়ে ঢুকে একটু সামনে লম্বা শিংওয়ালা দুটি গরু। প্রায় আড়াইফিট লম্বা শিং দেখতে যেমন রাজকীয়, গরুর নামও তেমন চমকপ্রদ ‘বাহুবলী’।
বিক্রেতা জানালেন, গরুগুলো এসেছে ভারতের রাজস্থান থেকে। বাঁকা শিংওয়ালা বাহুবলীর দাম হাঁকছেন পাঁচ লাখ টাকা। চার লাখ টাকা দাম উঠলে বিক্রি করে দেবেন।
দৃষ্টিনন্দন শিং ও উচ্চতার কারণে এর নাম দেওয়া হয়েছে বাহুবলী। এ নামে ভারতে তুমুল জনপ্রিয় একটি চলচ্চিত্র উপমহাদেশের দর্শকের মন জয় করে নিয়েছে।
Read More News
বাহুবলী ছাড়াও শাহরুখ খানের জনপ্রিয় চরিত্র ‘ডন’ ও কলকাতার আরেক আলোচিত ছবি ‘পাগলু’ নামেও গরু উঠেছে গাবতলী পশুর হাটে।
সাদা-কালো রঙের এক জোড়া গরু। সবার দিকে তাকাচ্ছে রাগী চোখে। তার কাছে কেউ যেতেই ফোঁস করে উঠছে।
বিক্রেতা জানালেন, সাদা-কালো রাগি গরুটার নাম ‘ডন’। ডন একবার রেগে গেলে বাগে আনা কঠিন। এজন্য এর নাম ‘ডন’ রাখা হয়েছে। ডনের ওজন ২৯ মন। লম্বায় ১১ ফুট, দৈর্ঘ্য সাড়ে পাঁচ ফুট। ডনের দাম হাঁকা হচ্ছে ১২ লাখ টাকা। এখন পর্যন্ত দাম উঠেছে ছয় লাখ।
গাবতলী হাটে ঢুকতেই হাতের বামে রয়েছে বেশ কয়েকটি বড় গরু। এর মধ্যে ‘পাগলু’ সবার নজর কেড়েছে। দীর্ঘদেহী ও কালো কুচকুচে গায়ের রঙ। তিন বছর আট মাস বয়সী ৪৫ মন ওজনের পাগলুর দাম হাঁকা হচ্ছে ১৫ লাখ টাকা। ১২ লাখ হলে বিক্রি করবেন পাগলু মালিক ।
CoinWan Latest Banlga Newspaper