শক্তি প্রদর্শনের অংশ হিসেবে উত্তর কোরিয়ার পূর্ব উপকূলে জলরাশির ওপর আন্তর্জাতিক আকাশসীমায় কিছু জঙ্গিবিমানকে পাশে নিয়ে মহড়া দিয়েছে যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর কয়েকটি বি-১বি বোমারু বিমান।
উত্তর কোরিয়ার একটি পারমাণবিক স্থাপনায় মৃদু ভূমিকম্প অনুভূত হওয়ার পর স্থানীয় সময় শনিবার মার্কিন বিমানগুলো এ মহড়ায় অংশ নেয়।
যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন জানিয়েছে, উত্তর কোরিয়ার পরমাণু কর্মসূচির জবাবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অনেকগুলো বিকল্প ভেবে রাখতে হচ্ছে। এর অংশ হিসেবে হঠাৎ বিমানের এই মহড়া।
Read More News
শনিবারের ভূমিকম্পকে পরমাণু বোমা পরীক্ষার শব্দ বলে মনে করছেন যুক্তরাষ্ট্রের কিছু কর্মকর্তা ও বিশেষজ্ঞ। এই ভূমিকম্পের কয়েক ঘণ্টা পর নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ অধিবেশনে ভাষণ দেন উত্তর কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী রি ইয়ং হো। তিনি গত বৃহস্পতিবার হুঁশিয়ার করে বলেছিলেন, উত্তর কোরিয়া প্রশান্ত মহাসাগরের ওপর দিয়ে হাইড্রোজেন বোমার পরীক্ষা চালাতে পারে।
সম্প্রতি জাতিসংঘে উত্তর কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে লক্ষ্য করে বলেন, তিনি ‘আত্মঘাতী মিশনে’ রয়েছেন। অন্যদিকে ট্রাম্প উত্তর কোরিয়ার নেতা কিম জং-উনকে উদ্দেশ করে বলেন, ‘তিনি আত্মঘাতী মিশনের রকেটম্যান’। ট্রাম্প আরো বলেন, যুক্তরাষ্ট্র চাইলে উত্তর কোরিয়াকে সম্পূর্ণ ধ্বংস করে দিতে পারে।
CoinWan Latest Banlga Newspaper