প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, রোহিঙ্গা শরণার্থীদের সংকট নিরসনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকে তিনি কোনো সহায়তা আশা করছেন না।
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী এই মন্তব্য করেন।
জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে স্থানীয় সময় রোববার যুক্তরাষ্ট্রে পৌঁছান প্রধানমন্ত্রী। পরের দিন সোমবার জাতিসংঘের সংস্কার নিয়ে ডোনাল্ড ট্রাম্প আয়োজিত এক বৈঠকে অংশ নেন তিনি। পরে এ নিয়ে রয়টার্সের সঙ্গে আলাপকালে বাংলাদেশের প্রধানমন্ত্রী বলেন, তিনি রোহিঙ্গা মুসলিমদের বিষয়ে ট্রাম্পের সঙ্গে কথা বলেছেন।
Read More News
রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী বলেন, ‘‘তিনি (ট্রাম্প) শুধু জিজ্ঞাসা করেছেন, বাংলাদেশের অবস্থা কী?’ আমি বলেছি, খুব ভালো চলছে, তবে মিয়ানমার থেকে আসা শরণার্থীরাই আমাদের একমাত্র সমস্যা। তবে তিনি (ট্রাম্প) শরণার্থীদের বিষয়ে কোনো মন্তব্য করেননি।
শরণার্থীদের বিষয়ে ট্রাম্পের অবস্থান পরিষ্কার। সুতরাং রোহিঙ্গা মুসলিম শরণার্থীদের বিষয়ে তাঁর কাছ থেকে সাহায্য চাওয়ার কোনো মানে নেই।
‘আমেরিকা এরই মধ্যে ঘোষণা দিয়েছে যে তারা কোনো শরণার্থীকে ঢুকতে দেবে না, বলেন শেখ হাসিনা।
ট্রাম্পের মানসিকতার বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, আমরা তাদের, বিশেষত প্রেসিডেন্টের (ট্রাম্প) কাছ থেকে কী-ই বা আশা করতে পারি। তিনি এরই মধ্যে তাঁর মনোভাব জানিয়ে দিয়েছেন, তাই আমি কেন তাঁর সাহায্য চাইব?
বাংলাদেশ ধনী দেশ নয় তবে আমরা যদি ১৬ কোটি মানুষকে খাওয়াতে পারি, তাহলে আরো পাঁচ বা সাত লাখ মানুষকে কেন নয়, আমরা এটা করে দেখাতে পারি।
CoinWan Latest Banlga Newspaper