বাবা রাম রহিম জেলে যাওয়ার পর থেকেই একের পর এক তার অবৈধ ক্রিয়াকলাপ মিডিয়ায় প্রকাশ পাচ্ছে। বিস্ফোরক, নিজস্ব মুদ্রা, যৌন গুহার পর এবার বাবার বিরুদ্ধে অভিযোগ, ২০০০ নারীকে ধর্ষণ করেছেন তিনি!
ভারতীয় সংবাদমাধ্যমের খবরে জানা যায়, রাম রহিমের হরিয়ানায় সিরসার ডেরার এক সাধ্বী সম্প্রতি এক সাক্ষাৎকারে দাবি করেছেন, প্রতিদিন পাঁচ-ছয় ঘণ্টা পরপরই একজন নতুন মেয়েকে রাম রহিম তার ডেরায় ডেকে পাঠাতেন।
এছাড়া এই ‘ভণ্ড বাবা’ ডেরায় থাকা কমপক্ষে দুই হাজার নারীকে ধর্ষণ করেছেন।
Read More News
ওই সাধ্বী আরও দাবি করেন, অনেক মেয়েই রাম রহিমের এই অপকর্মের কথা তাদের মা-বাবাকে জানিয়েছিলেন। কিন্তু রাম রহিমের ওপর অগাধ বিশ্বাসের কারণে নিজের মেয়েদের কথা বিশ্বাস করতেন না মা-বাবারা। সাধ্বীর মতে, রাম রহিমের বিলাসবহুল ডেরার ভেতর যৌন গুহা ছিল। সেই গুহার খোলা জানালা দিয়ে ডেরার মেয়েদের দেখে দেখে পছন্দ করতেন তিনি। তারপর পছন্দের মেয়েকে নিয়ে ধর্ষণ করতেন বাবা রাম রহিম।
CoinWan Latest Banlga Newspaper