মিয়ানমারের রাখাইন প্রদেশে নতুন করে শুরু হওয়া সহিংসতার কারণে গত ১৫ দিনে সে দেশ থেকে তিন লাখের মতো রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে এসেছে। এ পরিসংখ্যান লাফিয়ে দিনে প্রায় ২০ হাজার করে বাড়ছে। জাতিসংঘ গতকাল শনিবার একথা বলেছে।
জাতিসংঘ শরণার্থী সংস্থার মুখপাত্র জোসেফ ত্রিপুরা বলেন, গত ২৫ আগস্ট থেকে প্রায় দুই লাখ ৯০ হাজার রোহিঙ্গা বাংলাদেশে এসেছে।
জাতিসংঘ কর্মকর্তারা জানান, আগে হিসেবে ধরা হয়নি এমন কয়েকটি গ্রাম ও এলাকাতেও সংস্থা আরো অনেক রোহিঙ্গাকে পেয়েছে।
অধিকাংশ রোহিঙ্গা মিয়ানমারের সঙ্গে বাংলাদেশের ২৭৮ কিলোমিটার বিস্তৃত সীমান্ত দিয়ে পায়ে হেঁটে বা নৌকায় করে আসছে।
Read More News
জাতিসংঘ জানায়, গত বুধবার থেকে রোহিঙ্গা আসার সংখ্যা হুট করে খুব বেড়ে যায়। এদিন তিনশর বেশি নৌকা বাংলাদেশে এসেছে।
CoinWan Latest Banlga Newspaper