কক্সবাজারের টেকনাফের সমুদ্র সৈকত থেকে আজ এক রোহিঙ্গা কিশোরীর লাশ উদ্ধার করা হয়েছে। এ পর্যন্ত মিয়ানমার থেকে নৌপথ পাড়ি দিতে গিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের সময় নৌকাডুবির ঘটনায় নিহত ৯৪ জনের লাশ উদ্ধার করা হয়েছে।
Read More News
টেকনাফ বাহারছড়া তদন্ত কেন্দ্রের পুলিশ পরিদর্শক জানান, বাহারছড়া সমুদ্রসৈকতে আজ সকালে এক কিশোরীর অর্ধগলিত লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পুলিশ সকাল সাড়ে ১১টার দিকে লাশটি উদ্ধার করে। পোশাক দেখে নিশ্চিত হওয়া গেছে যে কিশোরীটি রোহিঙ্গা। গত ২৯ আগস্ট থেকে এ পর্যন্ত টেকনাফ ও উখিয়ার বিভিন্ন এলাকার নাফ নদী ও সমুদ্রের উপকূল এলাকা থেকে ৯৪ জন রোহিঙ্গার লাশ উদ্ধার করা হয়েছে। অপরদিকে উখিয়া থেকে সাতজনের লাশ উদ্ধার করা হয়েছে। আর অন্যান্য লাশ উদ্ধার করা হয়েছে টেকনাফ থেকে।
CoinWan Latest Banlga Newspaper