প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা ঢাকেশ্বরী মন্দিরে সস্ত্রীক যান । আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে তিনি মন্দিরে গিয়ে পূজা করেন।
বাংলাদেশ পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তাপস কুমার পাল বলেন, ঢাকেশ্বরী মন্দিরে প্রায় ১৫ মিনিট অবস্থান করেন বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা।
Read More News
অ্যাডভোকেট রানা দাশগুপ্ত জানিয়েছেন, ‘সন্ধ্যা ৬টায় এসে প্রধান বিচারপতি মন্দিরের বিশ্রামাগারে যান। এ সময় ওনার সঙ্গে হাই হ্যালো হয়। কিন্তু ছুটির বিষয়ে তিনি কিছুই বলেননি। আমরাও জিজ্ঞাসা করিনি।
এর আগে বিকেলে প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাৎ করেন আইনমন্ত্রী আনিসুল হক। ৩৫ মিনিটব্যাপী সাক্ষাৎ শেষে আইনমন্ত্রী বলেন, ‘তাঁর শরীরের খোঁজখবর নেওয়ার জন্য বাসভবনে গিয়েছি। প্রধান বিচারপতি বিশ্রাম নিচ্ছেন। তাঁর শারীরিক অসুস্থতা নিয়ে কথা হয়েছে। তিনি দেশবাসীর কাছে তাঁর জন্য দোয়া চেয়েছেন।
CoinWan Latest Banlga Newspaper